দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আগামী ১৫আগস্ট স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং আগামী ৫আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্ম বার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা শাহীদুর রহমান কয়েন, সোহেল মাহমুদ সূজা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, আব্দুল করিম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Check Also
বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৬
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৬ জন আহত হয়েছেন। …