শিরোনাম

বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার


বগুড়া ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ ৬ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গোপসাগরের নাফনদীর মোহনায় ৯ ঘণ্টার অভিযান শেষে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হোসেন আহমদের ছেলে মো. ইব্রাহিম, সুলতান আহমেদের ছেলে মো. আরিফ, নূর হাকিমের ছেলে মাহমুদুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প-২২ উনছুপ্রাংয়ের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আমিন, হাশেমের ছেলে কানিজ ও উখিয়ার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে নবী হোসেন (২৮)।

টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লে. কমান্ডার মহিউদ্দিন বলেন, নাফনদীর মোহনায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। টেকনাফ স্টেশন থেকে কোস্ট গার্ডের আরেকটি দল তাদের ধাওয়া করলে খড়ের দ্বীপে ডাকাত সদস্যদের নামিয়ে বোটটি মিয়ানমারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনে আত্মগোপন করেন। পরবর্তীতে কোস্টগার্ড টেকনাফ ও সেন্টমার্টিনের অভিযানিক দল যৌথভাবে দ্বীপটি চারদিক থেকে ঘিরে তল্লাশির এক পর্যায়ে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যে, বনে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগজিন, ৪৬০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতি কাজে ব্যবহৃত সাত সেট পোশাক, এক সেট হ্যান্ডকাফ, এক সেট ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করা হয়। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


Check Also

ডিজিটাল নিরাপত্তা আইন হয়রানির হাতিয়ার: রব

বগুড়া ডেস্ক : রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিরোধী মতকে দমনে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি …

Leave a Reply

Your email address will not be published.