বগুড়া ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে গরুসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে গরু বা প্রাইভেটকার মালিককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভোর হয়ে যাওয়ায় গরু ও প্রাইভেটকার রেখেই পালিয়েছে চোর। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের দশালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে উপজেলার দশালিয়া এলাকায় বিকট শব্দ হয়। এসময় স্থানীয় একজন এসে দেখতে পান সড়কের মাঝখানে একটি সাদা রঙের প্রাইভেটকার। সড়কের পাশে মাটিতে পড়ে একটি গরু। পরে তিনি চিৎকার দিলে কয়েকজন ছুটে এসে দেখে প্রাইভেটকারের লোকজনকে খোঁজাখুঁজি করেন। তবে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেটকারের ভেতরে পেছনের সিটে গোবর ও খড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে গরু ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় ভোর হয়ে যায়। পরে কোনো উপায় না পেয়ে গরু প্রাইভেটকার রেখে তারা পালিয়ে যান।
ওসি আরও বলেন, এখন পর্যন্ত গরু বা প্রাইভেটকারের কোনো দাবিদার পাওয়া যায়নি। চোর চক্রটির সন্ধান চলছে।