
প্রাণ থাকলে প্রাণী কিন্তু মন না থাকলে মানুষ নয়। আর এই মন ই হচ্ছে মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব মানবের সভ্য হওয়ার মহোত্তম সোপান। শুধু শিক্ষিত হলেই হবে না হতে হবে মনুষ্যত্বময়। শিক্ষা মানুষকে তার জ্ঞানের পরিধি জানার জগৎকে প্রসারিত করে তোলে। জীবন ও জগৎ সম্পর্কে সচেতন করে তোলে, সেই সাথে শেখায় মানবিক গুণাবলি অর্জনের পথও কিন্তু শিক্ষা অর্জন করার পরেও যদি কারও মানবিক গুণাবলি বর্জিত থেকে যায় তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই। তাই শুধু শিক্ষিত হলেই চলবে না মানুষকে হতে হবে মানবিক গুণাবলি সম্পন্ন তথা মনুষ্যত্ব বোধের অধিকারী। প্রকৃত শিক্ষাই মানুষকে মনুষ্যত্বময় করে তোলে। মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু অর্থই সব নয়। অর্থ উপার্জনের পাশাপাশি মানুষকে শিক্ষাও অর্জন করতে হবে, তবে শুধু অর্থ উপার্জনের জন্য শিক্ষা অর্জন করলে তা হবে মূল্যহীন। শিক্ষাই পারে একজন সাধারণ মানুষকে অসাধারণ গুনের অধিকারী হিসেবে গড়ে তুলতে। শুধু মনুষ্যত্ব বোধ না থাকার কারণে একজন সম্পদশালী মানুষও সমাজে অপ্রিয় মানুষ হিসেবে বিবেচিত হয়। কারণ লোকে যাকে অভদ্র বলে তার শিক্ষা ও অর্থের কোনো মূল্য নেই। মানুষের সুন্দর জীবনটাকে লেখক মোতাহের হোসেন চৌধুরী একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন।যার নিচের তলা জীবসত্ত¦া ও উপরের তলা মানবসত্ত্বা। জীবসত্ত্বার কাজ হলো অন্ন, বস্ত্র, বাসস্থানের চিন্তা থেকে মানুষের মনকে রক্ষা করা। অর্থাৎ সাময়িক অভাব পূর্ণ করা। আর মানবসত্ত্বার কাজ হলো মনুষ্যত্ব অর্জন করা যা উপরতলার কাজ। এই জীবসত্ত্বার ঘর থেকে মানবসত্ত্বার ঘরে উঠার সিঁড়ি হচ্ছে শিক্ষা। শিক্ষার একটি অপ্রয়োজনীয় দিক আছে। যেটি কেউ কাউকে শিখায় না। মানুষের চাল-চলন, শোয়া-বসা, চলা-ফেরা, কেনা-কাটা, পোশাক-পরিচ্ছেদ, আদব-কায়দা সবকিছুর মধ্যে একটি আলাদা স্টাইল আছে। যা মানুষকে অন্যের মনের মানুষ হতে সাহায্য করে।
শিক্ষা হলো এই সাধনার মূল পাথেয়। মানুষের এই মানুষ হওয়ার নামই মনুষ্যত্ব। মনুষ্যত্ব অর্জন করলেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়। শিক্ষা মানুষের জীবনকে উপভোগ করতে শেখায়, আর মানুষ জীবনকে তখনই প্রকৃত উপায়ে উপভোগ করতে পারে যখন তার ভেতরে মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। ফলে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষাই মানুষের মূল্যবোধ তৈরি করে মানুষকে করে তোলে মনুষ্যত্বময়। তখন জাগতিক লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষ গড়ে তোলে তার আদর্শিক জীবন। তাই মানুষের জীবনে শিক্ষা ও মনুষ্যত্বের গুরুত্ব অপরিসীম।