নওগাঁয় লুকিয়ে রাখা ৬১ লাখ টাকার মূর্তি উদ্ধার


নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসীপাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টিপাথরের মূর্তি জমা করে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে চকচণ্ডী বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মূর্তি উদ্ধার করা। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই জায়গা থেকে রাত সাড়ে ৭টার দিকে একটি শিবলিঙ্গসদৃশ পাথর উদ্ধার করা হয়েছে, যার ওজন ৪৫ কেজি। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


Check Also

প্রেমিকের সঙ্গে মেয়ের পলায়ন : বাবার কীটনাশক পান

বগুড়া ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকের সঙ্গে মেয়ের পালিয়ে যাওয়ার খবর শুনে রতন রায় (৫২) …

Leave a Reply

Your email address will not be published.