স্টাফ রিপোর্টার : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে বগুড়া জেলা বিএনপির উদ্দ্যোগে আজ বৃধবার বিকেলে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা শামিমা আক্তার পলিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ মিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
Check Also
বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩নং ওয়ার্ডের শিববাটি অন্ধ হাফেজিয়া মাদ্রাসা লেন থেকে …