শিরোনাম

শাজাহানপুরে মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে অবৈধ ভাবে কৃষিজমি কর্তন করে মাটি বিক্রি করার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে উপজেলার জামুন্না বগুড়া পাড়ায় প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জানা গেছে, এক সপ্তাহ পূর্ব থেকে উপজেলার জামুন্না বগুড়াপাড়া তিন ফসলি কৃষিজমিতে এসকেভেটর মেশিন দিয়ে অবৈধ ভাবে মাটি (টপসয়েল) কর্তন করে বিক্রি করছে ওই গ্রামের আজিজুল হকের পুত্র সামিউল হক। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর চার ধারা লঙ্ঘনের অপরাধে জমির মালিক সামিউল হকের ১ লক্ষ টাকা জরিমানা করে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী বলেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। জমির মালিক ও মাটি ব্যবসায়ী উভয়কে আইনের আওতায় আনা হবে। এ অপরাধ করে আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না।


Check Also

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে পুলিশের লাঠিচার্জ : গ্রেফতার ৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা …

Leave a Reply

Your email address will not be published.