মিহির কুমার মহন্ত
হে নববর্ষ,
তোমারে প্রাণঢালা শুভেচ্ছাতে করি সংবর্ধিত,
তব কল্যাণ পদচারণায়
এ বসুন্ধরা হোক আনন্দ মুখোরীত।
তব প্রদীপ্ত মঙ্গল আলোক রেণুতে
যত সন্দিব্ধ চিত্ত হউক বিকশিত॥
প্রতিটি হৃদয় কর আলোক উদ্ভাষিত
ত্যাগ তিতিক্ষার মন্ত্রে করো দীক্ষিত।
পারস্পারিক সহমর্মিতা ঐদার্য সৌহার্দ
সম্প্রীতিতে কর যুক্ত।
তব কাল বৈশাখীর উত্তাল ঝঞ্ঝায়
ভেসে যাক যত অশুভ অন্যায়॥
এ জন্ম ভূমিরে দাও সুখ সমৃদ্ধিতে ভরে,
দাও প্রত্যাশা যত পূরণ করে,
বিগতের জঞ্জাল যত, ঘৃণাভরে
আস্তাকুরে হউক নিক্ষিপ্ত॥
হউক তাতে নবদিগন্ত উন্মচিত।
হউক তাতে নতুন প্রভাত সূচিত॥