শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় রাশেদা বেগম (৪৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরল গ্রামে নিজ ঘর থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। মৃত রাশেদা বেগম (৪৫) বিরল গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী । তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে রাশেদার ঘর থেকে দুর্গন্ধ ও মাছি বের হতে শুরু করে। এ সময় স্থানীয়রা তার ভাগ্নি সালমা খাতুনকে সঙ্গে নিয়ে রাশেদার ঘর খুলে অর্ধগলিত মরদেহ দেখতে পান ৷ পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাশেদার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।