শেরপুরে বাস চাপায় অটো চালক নিহত, আহত ৩


বগুড়া ডেস্ক : শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র খোয়ারপাড় শাপলা চত্তর মোড়ে ঢাকাগামী বাস চাপায় ব্যাটারী চালিত এক অটো চালক মজনু পাগল (৬২) নামের এক জন নিহত হয়েছে। নিহত মজনু পাগল সদর উপজেলার বাজিতখিলার মধ্যকুমরী বটতলা গ্রামের বাসিন্দা এবং আরো ৩ আরোহী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে জবেদা নামে এক মহিলার অবস্থা আশংকা জনক রয়েছে। তার বাড়ি জামালপুর জেলার দিকপাইত গ্রামে। এছাড়া আহত অন্যান্যরা হলো, আপন (২০) ও আব্দুর রব।

স্থানীয়রা জানায়, বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্তরে ঢাকা থেকে দ্রুতগামী জামালপুর জেলার বকশিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্টো ব-১৫০৬১৪) ব্যাটারী চালক দুইটি অটো রিকশার উপর উঠিয়ে দেয়।

এসময় একটি অটোরিকশার চালক মজনু পাগল (৬০) ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে ওই দুই অটোরিকশার আরো ৩ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, বাসের চালক পালিয়ে গেলেও বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত কার্যাদি সম্পন্ন করা হচ্ছে।


Check Also

গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ : পিকআপ জব্দ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে …

Leave a Reply

Your email address will not be published.