আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত শানু সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আদমদীঘি প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, সম্পাদক বেনজীর রহমান, মেহেদী হাসান, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, এরশাদ আলী প্রমুখ। সভায় প্রয়াত সাংবাদিক শানুর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।