সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানায় নতুন অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংপ্তি বক্তব্যে সোনাতলা উপজেলাকে মাদক, সন্ত্রাস, চুরি, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ নিয়ন্ত্রনে রাখতে নবাগত ওসি জালাল উদ্দীন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় ওসি তদন্ত কামাল হোসেনও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে সোনাতলা প্রেসকাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারন সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক ইকবাল কবির লেমন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় প্রেসকাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, লতিফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, রিমন আহম্মেদ বিকাশ, রবিউল ইসলাম সাজু, ফয়সাল আহম্মেদসহ সাংবাদিক মিনাজুল ইসলাম, মিনহাজুল বারি মিম, মোস্তাফিজুর রহমান পিন্টু, সাজেদুর আবেদীন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে আগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Check Also
বগুড়ায় স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার …