শিরোনাম

সোনাতলা পৌরসভার বাজেট ঘোষণা


সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সোনাতলা পৌর কমিউনিটি সেন্টারে ১৪ কোটি, ৫৮ লাখ, ৭৬ হাজার, ৪শ’ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৭ লাখ, ৮১ হাজার, ৪শ’ ৪৪ টাকা। এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার, ৪শ’ ৪৪ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। সোনাতলা পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানার সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর রফিকুল আলম বকুল, পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক রবিউল খান,সারওয়ার জাহান, অনারারী ক্যাপ্টেন (অবঃ) আজিজুর রহমান, এমদাদুল হক ও আছালতজামান। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী আমিনুর রহমান, কাউন্সিলর হারুন অর রশীদ, তরিকুল ইসলাম, জামাল তালুকদার, রেজাউল করিম, জাফর ইকবাল চপল সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলসুম বেগম, সাবিনা ইয়াসমিন, কোহিনুর বেগম, পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন সোনাতলা শাখার সভাপতি নুরুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাজু, পৌর টিকাদানকারী হারুন অর রশীদ ও কার্য সহকারী শাহনেওয়াজ সবুজ।


Check Also

বগুড়ায় স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published.