শিরোনাম

২৮ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার (৩১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া—ঢাকা মহাসড়কের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব—১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া ও ঢাকাগামী মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৮৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী মনিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়—বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মনি আক্তার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়—বিক্রয় করে আসছিল। পরে উদ্ধার হওয়া আলামতসহ তাকে মামলা দায়ের পূর্বক সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


Check Also

ডিজিটাল নিরাপত্তা আইন হয়রানির হাতিয়ার: রব

বগুড়া ডেস্ক : রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিরোধী মতকে দমনে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি …

Leave a Reply

Your email address will not be published.