আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে পড়ে বেঁচে গেলেন যাত্রী, ভিডিও ভাইরাল

: আদমদীঘি প্রতিনিধি
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বোনারপাড়া থেকে সান্তাহারগামী একটি লোকাল ট্রেনের যাত্রী মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন মতিউর রহমান (৩৮) নামের এক ট্রেন যাত্রী। ভাইরাল হওয়া ৫৮ মিনিটের দুই খন্ড ভিডিওতে দেখা যায় ট্রেনযাত্রী মতিউর রহমান চলন্ত ট্রেন থেকে নামতে চেষ্টা করছেন। তাকে ট্রেনের অপর যাত্রী হাত ধরে রেখেছেন। একপর্যায়ে আদমদীঘির নসরতপুর রেলওয়ে স্টেশন প্লাটফরমে হাত ছেড়ে দেয়ায় সে চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেও বেঁচে যান। এ ঘটনাটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।

গত রোববার (১৮ মে) বেলা সাড়ে ১২ টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধিন নসরতপুর রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মতিউর রহমান নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে একজন আদম বেপারী ছিলেন বলে জানা গেছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মতিউর রহমান নামের ব্যক্তি বগুড়া স্টেশন থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনে বাড়ি ফেরার সময় আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এসময় ট্রেনে থাকা এক যাত্রী তার হাত ধরে রেখেছে। এসময় অপর যাত্রী তার হাত ছেড়ে দিলে মতিউর রহমান প্লাটফরমে সাথে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যায়। মুহুর্তের সেই ধারণ করা ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড়ের সৃষ্টি হয়।
ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মতিউর রহমান সাংবাদিকদের জানান, বগুড়ার মাটিডারি তার মেয়ের বাড়ি থেকে ট্রেন যোগে নওগাঁর রানীনগর উপজেলার পারইল নিজ বাড়ি ফিরছিলেন। সে বগুড়া স্টেশসনে অবস্থান করা কালে তাকে কতিপয় ব্যক্তি অনুসরণ করে। এর পর ট্রেনে উঠার পর আলতাফনগর স্টেশনে বগি থেকে যাত্রী নেমে যাবার পর মুখে মাক্স পরিহিত ৬ /৭ জন ব্যক্তি তাকে মোবাইল ফোন ছিনতাইয়ের অপবাদ দিয়ে মারধর করে তার কাছে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। ট্রেনটি নসরতপুর স্টেশন অতিক্রম করার সময় প্লাটফরমে হাত ছেড়ে দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতাল নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। সান্তাহার রেলওয়ে থানায় মামলা দিতে গেলে মামলা নেয়া হয়নি বলে তিনি দাবী করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তৎক্ষনিক যোগাযোগ করি। ওই ট্রেন কর্তৃপক্ষ ও দুর্ঘটনায় কবলিত ব্যক্তি রেলওয়ে থানায় এখনও কোন অভিযোগ করেনি।