আমাদের সেন্ট মার্টিনে যেতে না পারার গল্প

:
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকার কলাবাগান এলাকা থেকে ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হলাম।

১৮ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় পৌঁছে গেলাম কক্সবাজার শহরের ডলফিন মোড়ে। বাস থেকে নেমেই দূরে সমুদ্রের নীল জলরাশি দেখে বেশ উচ্ছ্বসিত ভাগনে-ভাগনিসহ অন্যরা।

দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আমরা সুগন্ধা সমুদ্রসৈকতের পাশে আগেই বুকিং দিয়ে রাখা হোটেলে চলে গেলাম।

সকালের নাশতা শেষ করে সেন্ট মার্টিনে যাওয়ার টিকিটের খোঁজ করতে শুরু করলাম। অনলাইনে দেখলাম সেন্ট মার্টিনে যাওয়ার টিকিট নেই। আমরা যে হোটেলে উঠেছি, সেটি মধ্যম মানের। হোটেলটির ব্যবস্থাপক জানালেন, টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন।

অনলাইনে তো টিকিট পাওয়া যাচ্ছে না, কীভাবে ব্যবস্থা হবে—এমন প্রশ্নের জবাবে হোটেল ব্যবস্থাপক বললেন, তাঁদের সঙ্গে জাহাজের লোকজনের যোগাযোগ আছে, টিকিটের ব্যবস্থা হবে।