ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এত দিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না। বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ। নদীর ওই ৫ কিলোমিটার অংশে এখন যেকোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজিবি।
গত সোমবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে গতকাল মঙ্গলবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। বিএসএফের বরাত দিয়ে তারা বিজিবির দাবি নাকচ করে দিয়েছে।