ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি ও সান্তাহার পৌরবাসীর উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত সোমবার বাদ আছর আদমদীঘি মডেল মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহ সেক্রেটরী আব্দুল জোব্বার, সদর ইউপির আমীর ইদ্রিছ আলী, শ্রমিক ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু প্রমুখ।
অপরদিকে সকালে সান্তাহার পৌরবাসীর ব্যানারে রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ওই মঞ্চ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সহ-সভাপতি হযরত আলী প্রমুখ। পরে নিহত গাজাবাসিদের রুহের মাগফিরাত কামনা ও তাদের হেফাজত করতে মহান আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।