নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, সেটি বিগত সরকারের আমলের মতো করা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। গ্যাসের দাম বাড়ানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে আনুমানিক ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এটির ভার সবাইকে নিতে হবে। না হয় অর্থনীতি আরও খাদে পড়বে।