ছবি ফ্লপ, ১২৪ কোটি টাকার ফ্ল্যাট কিনে খবরে বরুণ

:
প্রকাশ: ৩ মাস আগে

বড়দিনে মুক্তির পর ‘বেবি জন’ বক্স অফিসে ডাহা ফ্লপ। ছবি না চললেও জোড়া ফ্ল্যাট কিনে খবরের শিরোনামে বলিউড তারকা বরুণ ধাওয়ান। মুম্বাইয়ের জুহু এলাকায় বরুণ আর তাঁর স্ত্রী নাতাশার নতুন ঠিকানা হতে চলেছে। ফ্ল্যাট দুটির দাম কয়েক কোটি রুপি হবে, তা বলার অপেক্ষা রাখে না।