সম্প্রতি জাতীয়তাবাদী নামযুক্ত করে বগুড়ায় বিভিন্ন ভূইঁভোর সংগঠনের কমিটি আত্নপ্রকাশ হয়েছে। এর মধ্যে জাতীয়তাবাদী সংগ্রামী দল,জাতীয়তাবাদী সৈনিক দল,জাতীয়তাবাদী নাগরিক সমাজের নাম উল্লেখ করে বগুড়া জেলা বিএনপি বিবৃতি প্রকাশ করেছে।
বুধবার (২৩ ই এপ্রিল ) বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড কে এম হুমায়ূন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান,বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বাহিরে কিছু ভূইঁভোড় বিভিন্ন সংগঠন বিভিন্ন নাম ধারণ করে মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষূণ করার অপচেষ্টায় লিপ্ত আছে।
বিবৃতিতে জানানো হয়,বগুড়ায় জাতীয়তাবাদী সংগ্রামী দল,জাতীয়তাবাদী সৈনিক দল,জাতীয়তাবাদী নাগরিক সমাজ নামে কোনো বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেই।উক্ত ভূইঁভোর সংগঠন থেকে বিএনপির নেতাকর্মী,সামর্থক,প্রশাসন ও সর্বস্তরের সাধারণ জনগণকে সর্তক থাকা আহবান করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। একই সাথে উল্লেখিত ভূইঁভোড় সংগঠনসমূহ কোন প্রকার দলীয় কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তাদেরকে পুলিশের সপর্দ করা হবে।