টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মাস আগে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। টিপু মুনশির দুই মেয়ের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন অনুমোদন দিয়েছে।

টিপু মুনশির বিরুদ্ধে করা মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নিজের ও নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ টাকার লেনদেন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।

 

টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ১৮ লাখ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই পরিমাণ সম্পদ তিনি ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা লঙ্ঘন করেছেন।

এজাহারে টিপু মুনশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং আইন-২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

গোপন অনুসন্ধানে সাবেক মন্ত্রী টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী পাওয়া গেছে। তারা বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে। তাদের বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।