ঢাকায় ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে: রাজউক চেয়ারম্যান

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় নির্মাণাধীন ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করা হয়েছে, যেগুলো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। এসব অংশ পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।

 

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সমস্যার নগরী ঢাকা : সমাধান কোন পথে?’ শীর্ষক এক নগর সংলাপে রাজউক চেয়ারম্যান এ তথ্য জানান। তিনি বলেন, চিহ্নিত ভবনগুলোর অবৈধ কাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল ও প্রয়োজনে ভবনগুলো সিলগালা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব অংশ নিয়ম বহির্ভূত, সেগুলো ভেঙে ফেলা হবে

চেয়ারম্যান আরও বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, এই কাজ চালিয়ে যাব। এগুলো ভেঙে ফেলা হবে কিংবা অন্যভাবে হোক, নিয়মের মধ্যে আনা হবে। আমাদের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে।” তিনি বলেন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কোনো ব্যত্যয় ঘটবে না, সেটি নিশ্চিত করতে রাজউক সচেষ্ট।

তিনি জানান, বর্তমানে নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে নির্মিত অবৈধ ভবনগুলোর ব্যাপারে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।