তিকশানার হ্যাটট্রিকের পর কামিন্দু-চামিন্দুদের লড়াইও বিফলে

:
প্রকাশ: ৪ মাস আগে

নতুন বছরের প্রথম হ্যাটট্রিক বিফলে গেল মহীশ তিকশানার। তাঁর দল শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়েছে। হ্যামিল্টনে বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচেও দলটি হেরেছে ১১৩ রানে।

২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তারা গুটিয়ে গেছে ১৪২ রানে। সিরিজের প্রথম ম্যাচেও কিউইদের কাছে ৯ উইকেটে হেরেছিল লঙ্কানরা। তাতে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডেতেও সিরিজের প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।