দুপচাঁচিয়ায় আরাফাত রহমান কোকো শর্টপিচ ওয়ান ডে ক্রিকেট টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬মে শুক্রবার বিকেলে ডি.এস ফাজিল মাদ্রাসা মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পৌরসভার ৫নং ওয়ার্ড মন্ডলপাড়া মহল্লা ২ রানে ৬নং ওয়ার্ড সরদারপাড়া মহল্লাকে পরাজিত করে বিজয়ী হয়। পরে এক পুরস্কার বিতরনী সভা পৌর যুবদল নেতা ইব্রাহীম আলী বাপ্পীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন নাঈম কবিরাজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব,যুবদল সদস্য রাবু খান, বুলবুল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার প্রমুখ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রভাষক নূরে আলম নাইস। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।