দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা রানা গ্রেপ্তার

: দুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তালোড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানা(৩৪) আটক করেছে। গত ১৯মে সোমবার দুপুরে তালোড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রানা তালোগা স্বর্গপুরহাজীপাড়ার জাফের আলী মন্ডলের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আবু তাহের রানাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রানাকে আদালতে সোপর্দ করা হবে।