দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কর্মসূচীর উদ্বোধন

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশা নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গত ১২মে সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, স্বাস্থ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত) শামসুল আলম, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, যুবদল নেতা বুলবুল ইসলাম, শাহীন আলম, এলাকাবাসী সুলতান মাহমুদ আপেল প্রমুখ। চলমান কর্মসুচীর অংশ হিসাবে ৯টি ওয়ার্ডে মশার উৎপত্তিস্থলে ওষুধ স্প্রে করে মশার লাভা ধ্বংস ও মশা নিধন করা হবে।