নারীর প্রতি অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি: মির্জা ফখরুল

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

 ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন বিএনপি মহাসচিব। গত ১৫ বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম, খুন, অত্যাচারিত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিগত বছরগুলোতে অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।’

আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশই আমাদের কাম্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত’ আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতির অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নিই।