বগুড়ায় ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ(আইবিএস)এর সহযোগিতায় বগুড়ায় দুইদিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার আয়োজন’কে সামনে রেখে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বিভাগের (আইবিএস)পরিচালক প্রফেসর ড. এম.মোস্তফা কামালের চেম্বারে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.হাসনাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড.মাহফুজুর রহমান আখন্দ,আইবিএস এর প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুল হক,বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা:মুশিয়ুর রহমান, সাদুল্লাপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.সাহিদুর রহমান, ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার। ঘন্টাব্যাপী প্রানবন্ত আলোচনায় আইবিএস পরিচালক প্রফেসর ড.এম মোস্তফা কামাল বগুড়ায় দুইদিন ব্যাপী ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনে পুর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।