বগুড়ায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বগুড়ায় আজ বগুড়ায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমান ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

আজ সকালে বগুড়া জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্ম সচিব)।

আলো সভায় অংশ নেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ সাইন, বিএফইউজে নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেস দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক আব্দুর রহিম বগরা,সাংবাদিক নেতা মহসিন আলী রাজু, সাংবাদিক শফিকুর রহমান শফিক, সাংবাদিক রাহাত রিটু, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ, টি আই মামুন।

বক্তারা গুজববিরোধী নানা পদক্ষেপ নেবার পরামর্শ দেন।এর আগে স্বাগত বক্তব্য রাখেন মোঃ তৌহিদুজ্জামান উপ প্রধান তথ্য অফিসার রাজশাহী।