বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম নুরুল ইসলাম নুরু। তিনি আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার সকাল দশটায় আসামি নুরুকে কোর্টে তোলা হবে।