শুক্রবার বিকালে বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসান আলী শেখ (৫৫) ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন (২৫)।
হাসান আলী শেখের বাড়ি সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর পাঁচবাড়িয়া গ্রামে। আর জোবায়ের হোসেনের বাড়ি গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, শেরপুর থানায় দায়ের করা মামলার তদন্তে তাদের নাম উঠে আসে।