বগুড়ায় বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

: শাহজাহানপুর প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

বগুড়ার শাজাহানপুরে গরুর বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা দুবলাগাড়ী হাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম।

গোপন তথ্যের ভিত্তিতে দুবলাগাড়ী হাটে মাংসে রক্ত মিশিয়ে বিক্রির সময় হাতে নাতে ধরা হয়। অভিযুক্ত মাংস ব্যবসায়ী বেলাল হোসেন তার নিজ অপরাধ সবাই সামনে স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম,এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। রঙ লাল ও তাজা দেখাতে রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর।