বগুড়ার শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সজল তার স্ত্রীসহ ঢাকা রংপুর মহাসড়কে মোটরসাইকেরে চড়ে যাচ্ছিল। পথে ভবের বাজার এলাকায় মহাসড়কে থাকা একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সজল ও তার স্ত্রী রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এতে সজল ঘটনাস্থলে মারা যান। আর তার স্ত্রী হোসনে আরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপশহর ফাঁড়ির আইসি পরিদর্শক জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। স্বামী সেখানেই মারা যান। আর স্ত্রী হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। ঘটনাস্থল আমার এলাকার হলেও মহাসড়ক হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।