মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া শহরসহ সারা দেশের চারটি স্থানে আগামী ১১ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিতব্য সবার আগে বাংলাদেশ আয়োজিত কনসার্ট অনুষ্ঠান সর্বজনীনভাবে উদযাপিত হবে।
আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে কনসার্টের ভেন্যু ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শনে করেন কনসার্টের টিম প্রধান রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি মোশারফ হোসেন।
এদিকে একই দিন সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় টেকনিক্যাল নির্দেশনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, চিত্রনায়ক আদনান আজাদ, টেকনিক্যাল টীম নির্দেশক আহমেদ সুস্ময় প্রমুখ।
সবার আগে বাংলাদেশ কনসার্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব এবং মাহিনরা গান পরিবেশন করবেন।