বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা বকুল কারাগারে

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মাস আগে

হত্যাচেষ্টা মামলায় বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইয়াসিন উল কবির বকুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার বকুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ফুলতলা গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ নভেম্বর শেরপুর থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইয়াসিন উল কবির বকুল। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।