বগুড়ায় ৫ ইউএনওর নম্বর ‘ক্লোন’, ফোন করে চাঁদা দাবি

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বগুড়ার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে টি -আর বরাদ্দ সহ নানা সুবিধা দেওয়ার কথা বলে চাঁদা দাবি করেছে প্রতারক চক্র।

এদিকে নম্বর ‘ক্লোন’ বিষয়টি জানার পর ৫ উপজেলার ইউএনও সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য ফেসবুকে অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, রবিবার (২০ এপ্রিল) দুপুরে একটি প্রতারক চক্র ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও দাবি করে বিভিন্ন জনের কাছে ফোন দেয়। বিভিন্ন সুবিধা দেওয়ার নামে টাকা দাবি করে প্রতারকরা।

এ বিষয়টি জানার পর ৫ ইউএনও প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দেন।

যে পাঁচ উপজেলা নির্বাহি অফিসারের নাম্বার ক্লোন করা হয়েছে সেগুলো হলো- বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা, শেরপুর উপজেলা, কাহালু উপজেলা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম্বার।

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। তারা তাৎক্ষণিক আমাকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ বলেন, সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।