বগুড়ার ধুনটে প্রতারণার অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেফতার

: রুহুল আমিন কিবরিয়া,ধুনট উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

ধুনট উপজেলায় প্রতারণার অভিযোগে করা মামলায় আব্দুস সামাদ (২০) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুস সামাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর নামাজ গ্রামের হাসেম আলীর ছেলে। এর আগে গতকাল সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়ার মনিন্দ্রনাথ সরকারের ছেলে প্রদেশ কুমারের ধুনট শহরের সোনামূখী সড়কের মুসলিম খান কমপ্লেক্সে প্রদেশ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৩ জানুয়ারি মোবাইল ফেনে আব্দুস সামাদ নিজেকে নুরুজ্জামান নাম বলে পরিচয় দেয় এবং বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য পদে কর্মরত আছে। এরপর প্রদেশের কাছে একটি পুরাতন মোবাইল ফোন বিক্রির প্রস্তাব দেয় আব্দুস সামাদ। একপর্যায়ে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় আব্দুস সামাদ প্রদেশের দোকানে উপস্থিত হয়ে প্রদেশের কাছে ৫৪ হাজার টাকায় পুরাতন ফোনটি বিক্রি করে।

পরবর্তীতে বগুড়ার গাবতলী থানার জিডিকৃত ছিনতাইকৃত ফোন হিসেবে ব্যবসায়ী প্রদেশের কাছ থেকে ৮ ফেব্রুয়ারি পুলিশ ফোনটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় প্রদেশ কুমার বাদি হয়ে আব্দুস সামাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আব্দুস সামাদকে গ্রেফতার করে।

 

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রতারণার মামলায় আব্দুস সামাদকে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে সে আরো কোন অপরাধের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।