বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা

: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল বাছেদ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ আব্দুল হান্নান মাসুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) আতাউর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাকসুদা বেগম, গাবতলী উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও নির্বাচনের বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ।

সভায় বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বক্তব্যে বলেছেন, আমাদের একটাই দাবি- অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান অ্যাড: মোঃ আব্দুল বাছেদ বলেছেন সকলের সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা করবে নির্বাচন পরিচালনা কমিটি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য এই নির্বাচনে মোট ২০টি পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ২১ হাজার ৪৭২ জন ভোটার তাদের ভোটাধিকার করতে পারবেন। আগামী ২৩ মে বগুড়া জিলা স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।