বগুড়ায় ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ব্রাইট স্টার ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে টসে জিতে এ জেড স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ ব্রাইট স্টার ক্লাবকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ব্রাইট স্টার ক্লাব ৬ উইকেটে ১৪৯ রান করে। দলের পক্ষে মাহবুব সর্বোচ্চ ৪৪ এবং রেদওয়ান ৩৮ রান করেন। হৃদয়ের ব্যাট থেকে আসে ১৯ রান। ফাহিম ৩টি, সৌরভ ২টি এবং আল-আমিন ১টি উইকেট শিকার করেন। জবাবে জীবনের অপরাজিত ৬৫ রানে ভর করে ১১ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় এ জেড স্পোর্টিং ক্লাব। দলের হয়ে আশিক ৩২ এবং আহাদ করেন ১৫ রান। নাহিদ ২টি, আবির, হৃদয়, ফিরোজ ও মাহবুব ১টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের জীবন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এছাড়া ব্রাইট স্টার ক্লাবের অলরাউন্ডার শিশির প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট, এজেড স্পোর্টিং ক্লাবের ফাহিম টুর্ণামেন্টের সেরা বোলার, ব্রাইট স্টার ক্লাবের রেদওয়ান ও এজেড স্পোর্টিং ক্লাবের রাইয়াত যৌথভাবে সেরা ব্যাটসম্যানের পুরস্কার অর্জন করেন। টুর্ণামেন্টের ইমার্জিং টীম হিসেবে ট্রফি অর্জন করে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, বগুড়া চেম্বারের সভাপতি সাইরুল ইসলাম। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া শহর জামায়াতের ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, এনসিপি’র জেলা সংগঠক শাহরিয়ার জুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, এ জেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সারিক মাহমুদ ইবনে সেলিম সৌম্য।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে কপালে গুলিবিদ্ধ ক্রিকেটার নুরুল্লাহকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনুর্ধ্ব-১৬ জেলা ক্রিকেট দল ও জাতীয় চ্যাম্পিয়নশীপে আঞ্চলিক চ্যাম্পিয়ন জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের ট্রাকস্যুট উপহার প্রদান করা হয়।