বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল নিযুক্ত হলেন হাবিবুর রহমান রজিব

: খবর বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল নিযুক্ত হয়েছেন সহকারি অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোঃ হাবিবুর রহমান রজিব।

সোমবার বেলা ১১ টায় অত্র কলেজের সভাপতি ও জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মোঃ হাবিবুর রহমান রজিবকে ভাইস প্রিন্সিপাল নিযুক্ত করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অত্র প্রতিষ্ঠানের প্রশাসক মোঃ আসাদুজ্জামান সদ্য নিযুক্ত ভাইস প্রিন্সিপালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহা. মুনজুরুল হক, কলেজ ইনচার্জ সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি (স্কুল) মইনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) আবুল কাসেম প্রামানিক। এছাড়া ফুলেল শুভেচ্ছা প্রদানকালে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, নব নিযুক্ত ভাইস প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান রজিব বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ বগুড়া টাউন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি সরকারি আজিজুুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করে একই কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি কলেজ শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সম্মিলিত শিক্ষক পরিষদ বগুড়ার সম্পাদক, বাংলাদেশ একাউন্টিং টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির দফতর সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।