বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বুধবার মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস’২০২৫  উদযাপন উপলক্ষ্যে  বগুড়া প্রেসক্লাবের আয়োজনে মুক্তির ফুলবাড়ী শহীদ স্মুতি সৌধে সকালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।   পরে  আলোচনা সভা ক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।  বগুড়া প্রেক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে প্রেসক্লাবের আহবায়ক  ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে ও সদস্য সচিব সবুর শাহ লোটাসের পরিচালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক এসএম আবু সাইদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশিদ সাইন, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য   সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল, জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য প্রতিক ওমর, সদস্য ফজলুল হক, আইনুর ইসলাম, সেলিম উদ্দিন, জেএস সাহাদত হোসেন সাহিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বিগত ১৫ বছর তার অবদান অস্বীকার করে তাকে ছোট করার চেষ্টা করেছে আ’লীগ। তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পুরোপুরি সুফল আজও মানুষ  পায়নি।  স্বাধীনতা  ছিনিয়ে নিতে ফ্যাসিবাদের দোসররা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সবাইকে ওইক্যবদ্ধ ও  সতর্ক থাকতে হবে। নইলে জাতির জন্য মহাবিপদ  হতে পারে।