বরিশাল নগর বিএনপির দুই নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা

:
প্রকাশ: ৪ মাস আগে

বরিশাল নগর বিএনপির বর্তমান ও সাবেক দুই নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আটটার পর নগরের কাউনিয়া প্রধান সড়ক এবং নাজিরের পুল এলাকায় হেলমেট ও মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে ভুক্তভোগীদের অভিযোগ। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূত্র ধরে এ হামলা হয়েছে বলে বিএনপির নেতাদের একটি অংশ সন্দেহ করছে।

স্থানীয় ব্যক্তি ও বিএনপির ওই নেতারা জানান, গতকাল রাত আটটার পর নগরের কাউনিয়া এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম এবং নাজিরের পুল এলাকায় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর সৈয়দ আকবর হোসেনের বাড়িতে পরপর হামলার ঘটনা ঘটে। এ সময় আকবর হোসেন বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা তাঁর বাড়ির সামনের জানালার গ্লাস ভাঙচুর করে এবং পরে বাড়ির ভেতরে ঢুকে খাবার ঘরে ভাঙচুর চালায়।