বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি ট্রেজারারকে অপসারণ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

একদল শিক্ষার্থীর আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া আলাদা প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনজনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন জারির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী আনন্দ মিছিল করেছে। এসেছে অনশনসহ দক্ষিনাঞ্চল অচল কর্মসুচি প্রত্যাহারের ঘোষণাও।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, এক দফা দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দ মিছিল করেছি।

“প্রজ্ঞাপন জারির পর আমাদের অনশন ও মহাসড়ক ব্লকেড কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে।”

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।