বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে দেশটিকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি। এসময় তিনি বলেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ নুরাল ইসলামকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।
সামসময়িক নানা ঘটনা নিয়ে দেশটি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানান, ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে। অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য তাদের দায়ী করা হচ্ছে।প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে দেশটির মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনাকে দায়ী করা মন্তব্যগুলি তার ব্যক্তিগত ক্ষমতায় করেছে। এখানে ভারতের কোন ভূমিকা নেই।তিনি আরও বলেন, ‘ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে এবং আমরা আশা করি যে বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে।’