বিএনপির প্রস্তাব: বিতর্কিত ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হন

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি বিতর্কিত কোনো ব্যক্তি যাতে ভবিষ্যতে প্রধান বিচারপতি না হন, সে জন্য একটি বিকল্প পদ্ধতির প্রস্তাব দিয়েছে। দলটি সুপ্রিম কোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ দুই-তিনজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ। বিচারব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবে বিএনপি দ্বিমত জানিয়ে বলেছে, একক বিকল্পে নয় বরং দুই-তিনজন সিনিয়রের মধ্যে থেকে নির্বাচন করা উচিত।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রধান বিচারপতি নিয়োগের মতো সংবেদনশীল বিষয়গুলো তাড়াহুড়ো করে নয়, বরং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা উচিত। আলোচনার মাধ্যমে সব দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।