বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দমতো সরকার চায়।
রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ বিএনপি নেতা বলেন, একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি, এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এ দেশের জনগণও তাই চায়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী বাংলাদেশ কীভাবে চলবে– বিএনপি তার জন্য ৩১ দফা উপস্থাপন করেছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশির ভাগ রাজনৈতিক নেতা চাচ্ছেন, আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরে সরকার কী সিদ্ধান্ত দেবে, এটি আমরা বলতে পারব না। যেহেতু আমরা জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ করছি; বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে– এটিই আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, ৩১ দফায় শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এ ছাড়া ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্যের জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা অক্ষরে অক্ষরে পূরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান শফিক প্রমুখ। আগামী ১২ জুন শুরু হবে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ।