মেক্সিকোতে অবৈধ অস্ত্র জমা দিলে টাকা দেবে সরকার

:
প্রকাশ: ৪ মাস আগে

মেক্সিকোর সাধারণ নাগরিকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার। সহিংস অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি মনে করছে তারা। তাই, তাঁদের কাছ থেকে মেশিনগান ও অ্যাসাল্ট রাইফেলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সর্বোচ্চ ১ হাজার ৩০০ মার্কিন ডলার আর্থিক প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা চলছে।

গত সোমবার প্রকাশিত মেক্সিকোর সরকারি গেজেটে আর্থিক প্রণোদনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন গির্জায় সরকারি কর্মকর্তারা আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করবেন।