যতটা পাপ কামিয়েছি, তার সবটা মুছে সুন্দরভাবে মরতে চাই: পপি

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ মাস আগে

দীর্ঘ সময় লাইমলাইটে ছিলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। আড়ালে গিয়ে বিয়ে করে সংসারী হয়েছেন। কেবল তাই নয়, এক সন্তানের জননী তিনি। কয়েক দিন আগে পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার মা ও বোন। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নায়িকা।গতকাল পপি একটি ভিডিও বার্তা দিয়েছেন। ৩৯ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও ক্লিপে মা-বোনের অভিযোগ নিয়ে কথা বলেন। পাশাপাশি রঙিন দুনিয়াকে বিদায় জানানোর যেমন ইঙ্গিত দেন, তেমনি ধর্মীয় রীতি মেনে সুস্থ ও সুন্দরভাবে জীবন কাটানোর স্পষ্ট বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিও বার্তার শুরুতে ‘কুলি’খ্যাত এই নায়িকা বলেন, “আমি পপি, দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে যে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন-পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি। সে জন্যই বলেছি, আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দুহাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।”