রাতে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর, আগুন

: ঢাকা
প্রকাশ: ৪ মাস আগে

পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে আগুনের খবর পান তাঁরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। বাধার মুখে তাঁরা আগুন নেভাতে পারেননি। পরে আজ সকাল সোয়া ১০টার দিকে তাঁরা আবার যান। গিয়ে দেখেন এজলাস পুড়ে গেছে। পরে তাঁরা ফিরে আসেন।

অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে বিভিন্ন সময় আদালতের এজলাস ভাঙচুর করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে আগুন দেওয়া হয়েছে—এমন তথ্য পুলিশের কাছে নেই।

অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।